মোবাইলে হুমকির পর হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি চালিয়েছে মুখোশ পরা দুর্বৃত্তরা।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে সে সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, ওই বাড়ির মালিক মো. জাহাঙ্গীর হাটহাজারী এলাকার দুটি ফুয়েল পাম্প ও একটি সুপার সিটি মার্কেটের মালিক। ঘটনাস্থল থেকে নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন মুখোশ পরা দুর্বৃত্ত মূল ফটক দিয়ে ঢুকে পিস্তল থেকে গুলি চালায়। সে সময় বাইরে আরও দুইজন অপেক্ষা করছিল। কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা পালিয়ে যায়।'
তিনি আরও বলেন, 'সম্প্রতি জাহাঙ্গীর হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর থেকে হুমকি পেয়েছিলেন। তবে তিনি থানায় কোনো অভিযোগ করেননি।'
Comments