আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য: আসিফ মাহমুদ

আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলসহ পিছিয়ে থাকা এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সরকার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
আজ বুধবার বিকেলে রংপুর শহরের পার্ক মোড়ে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, 'জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক সফল হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হবে। তবে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।'
এরপর তিনি রংপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
Comments