বান্দরবানে ‘চাঁদের গাড়ি’ খাদে পড়ে নারী নিহত, আহত ৭

ছবি: স্টার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় 'চাঁদের গাড়ি' নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে হ্লায়ইং নু মারমা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাছা ইউনিয়ন ও বান্দরবান-থানচি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

তারাছা ইউনিয়ন পরিষদের সদস্য উমংসিং মারমা জানান, নিহত নারী বেতছড়া বৈদ্যপাড়ার বাসিন্দা। গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত ব্যক্তিরা হলেন—মংতোচিং মারমা (৫৪), মংপুসে (১২), সিংথোয়াই মং (৪০) ও তার ছেলে অংসাই চিং মারমা (৫), মাক্যচিং মারমা (৫৫), ছোমাউ মারমা (৩৫) এবং মংএ নু মারমা (৫৩)।

উমংসিং আরও জানান, আহতদের সবাই একই গ্রামের বাসিন্দা।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল উদ্দিন খালেদ জানান, আহতদের মধ্যে মাক্যচিং মারমা, ছোমাউ মারমা ও মংএ নু মারমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

পাঁচ বছর বয়সী অংসাই চিং মারমাকে হাসপাতালে কাতরাতে দেখা যায়। তার মা হ্লাম্রা উ মারমা বলেন, 'ওরা বাবা-ছেলে আজ বাজার থেকে নতুন জামা-কাপড় আর তেল-লবণ কিনতে গিয়েছিল। অপেক্ষা করছিলাম, আমাদের একসঙ্গে দুপুরে খাওয়ার কথা ছিল।'

ওই গ্রামের বাসিন্দা মেনুচিং মারমা বলেন, 'বান্দরবান বুধবার হাট বসে। আমরা সকালে ফল-সবজি বিক্রি করতে হাটে গিয়েছিলাম। আমাদের আগের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।'

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দিলিপ চৌধুরী জানান, ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago