সমালোচনার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

সমালোচনা ও বিরোধিতার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত পাঁচ টাকা বাস ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে এই পথের বাস ভাড়া আগের মতো ৫০ টাকা থাকছে।

আজ শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বুধবার বাস ভাড়া ৫ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'বাস ভাড়া নিয়ে শিগগিরই নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা আহ্বান করা হবে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া আগের মতো ৫০ টাকাই থাকবে। বাস-মালিকদেরও এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা বাস কাউন্টারগুলোতেও নির্দেশনা দিয়েছেন।'

এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

তবে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।'

এর আগে, গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাস ভাড়া কার্যকর করা হয়।

পরিবহন মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে আগে বেসরকারি কয়েকটি পরিবহনের বাস চলাচল করলেও বর্তমানে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্টের শতাধিক বাস চলাচল করে। এ পথে ৪৫ টাকায় নন-এসি বাসগুলোতে যাত্রী পরিবহন করলেও কোভিডের সময়ে বাস ভাড়া এক লাফে বাড়িয়ে ৬০ টাকা করা হয়। পরে তা পাঁচ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়।

গত বছর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তারা আধাবেলা হরতালেরও ঘোষণা দেন।

পরে হরতালের একদিন আগে ১৬ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বাস-মালিক ও যাত্রী অধিকার ফোরামের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেন।

এই সিদ্ধান্তের নয় মাসের মাথায় বাস ভাড়া পুনরায় বাড়ানো হয়। যদিও নারায়ণগঞ্জ-ঢাকা পথে সরকারি পরিবহন বিআরটিসির যেসব বাস চলে সেগুলোর ভাড়া ৪৫ টাকা।

এদিকে, গত বুধবার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ছাত্র-জনতার ব্যানারে বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার ও শনিবার কর্মসূচি ঘোষণা করে গণসংহতি আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

দিনভর ব্যাপক সমালোচনা ও তীব্র বিরোধিতার পর শুক্রবার সকালে জেলা প্রশাসক বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago