সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের কাছে বাংলাদেশের হার

ছবি: বাফুফে

শিরোপা অর্জনের পথে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নিজেদের মেলে ধরতে পারল না বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল হজম করল মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। ফলে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল তারা।

শুক্রবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

পুরো খেলায় প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। প্রথমার্ধের ১৪তম মিনিটে বাংলাদেশ পিছিয়ে পড়ে পার্ল ফার্নান্দেসের গোলে। এরপর পাল্টা জবাব দেওয়া তো দূরের কথা, দ্বিতীয়ার্ধে আরেকবার বল ঢোকে তাদের জালে। ম্যাচের ৭৫তম মিনিটে বদলি নামা বোনিফিলিয়া শুল্লাই করেন লক্ষ্যভেদ।

দুই গোল হজমের মাঝে ম্যাচের ৩৬তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল লিটুর দল। ফাতেমা আক্তারের কর্নারে আগের ম্যাচে জোড়া গোল করা আলপি আক্তারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির চলমান সাফে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী রোববার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

গত বুধবার নেপালকে ৭-০ গোলে গুঁড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ভারত। একইদিনে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে বাংলাদেশের অবস্থান দুইয়ে।

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

10h ago