মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাসের লড়াই শেষে মারা গেল তাসনিয়া

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। ছবি: আহমেদ দীপ্ত/ স্টার

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া (১৫) আর নেই। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই শেষ হয়েছে তার।

আজ শনিবার সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাসনিয়ার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ জনে।

তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, 'তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।'

তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই ফাইটার জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী।

Comments