নতুন ২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এই ছবি ২৩ আগস্ট তোলা এবং ২৪ আগস্ট উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ধরনের দুটি উন্নতমানের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরিদর্শন করছেন। ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে এগুলোর যুদ্ধক্ষমতা পরীক্ষা করা হয়, তবে ঘটনাস্থল প্রকাশ করা হয়নি। ছবি: এএফপি

উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। দেশটির নেতা কিম জং উন নিজে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন।

আজ রোববার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, গতকাল চালানো এই পরীক্ষায় দেখা গেছে, দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে।

এএফপি বলছে, ওই প্রতিবেদনে কেসিএনএ কোনো প্রযুক্তিগত বিশদ তথ্য প্রকাশ করেনি। শুধু বলেছে এগুলোর 'অপারেশন ও প্রতিক্রিয়া প্রক্রিয়া ভালো এবং বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। কোথায় পরীক্ষা চালানো হয়েছে সেই তথ্যও উল্লেখ করা হয়নি।

কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে।

একটি ছবিতে দেখা যায়, কিম জং উন একজন সামরিক কর্মকর্তার ব্রিফিং শুনছেন, তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগে শেষ করতে হবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী শনিবার জানিয়েছে, এ সপ্তাহের শুরুতে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে।

ইউএন কমান্ড জানিয়েছে, মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেনা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোলের উদ্ধৃতি দিয়ে বলেছে, এ ঘটনা ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি।

Comments

The Daily Star  | English

‘SAARC remains a top priority for both of us’

Chief Adviser Yunus discusses revitalising regional cooperation with Pakistani Foreign Minister Ishaq Dar

9m ago