ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার উন্মুক্ত

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এক্সপ্রেসওয়েতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে এই অংশে কোনো ইউটার্ন থাকবে না।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের দেশের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এটা আমাদেরকে কমাতে হবে। রাস্তাঘাট নির্মাণ দুর্নীতির একটা বড় ক্ষেত্র। শুধু দুর্নীতি বন্ধ করে রাস্তা নির্মাণের ব্যয় ২০-৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, 'আমি সবসময় বলি, আর কতদিন বাইরে থেকে লোকে এনে রাস্তা বানানো হবে? কতদিন বাইরে থেকে লোক এসে সেতু, রেলপথ বানিয়ে দিয়ে যাবে? আমাদের দেশের প্রকৌশলীদেরকে দিয়ে কীভাবে কাজ করা যায়, সেই চেষ্টা করতে হবে। আমাদের বিদেশ নির্ভরশীলতা থেকে মুক্ত হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।
Comments