প্রশাসনিক ভবনে তালা, ৭ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি

জবি

শিক্ষার্থীদের দুই দাবিতে ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর-রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন।

দাবিগুলো হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি দেওয়া।

এ দাবিতে দুপুরে 'নো ওয়ার্ক কর্মসূচি' ঘোষণা করে শিক্ষার্থীরা।

পরে প্রশাসনিক ভবনের গেটে তালা দেওয়া হলে ভেতরে-বাইরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তাদের কাজ থমকে যায়।

রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যসহ কর্মকর্তারা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা সংশোধন করা হয়েছে। কিন্তু এখনো হাতে পাইনি, তবে আশা করছি শিগগির পাব।'

'নীতিমালা পেলে মঙ্গলবার সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার বা বৃহস্পতিবার ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ এলেই রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago