থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করেছে সরকার।

লাইট মেশিনগান (এলএমজি) উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একটি সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধারে তথ্য দিলে দেড় লাখ টাকা, চায়নিজ রাইফেলের জন্য ১ লাখ টাকা, পিস্তল বা শটগানের জন্য ৫০ হাজার টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, 'অতীতে বদলি ও নিয়োগে বাণিজ্যের অভিযোগ ছিল। আমরা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নিয়েছি। নিয়োগে দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারলে তাকেও পুরস্কৃত করা হবে, যদিও এর পরিমাণ আমরা এখনো নির্ধারণ করিনি।'

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গুলি লুট হয়।

এর মধ্যে ১ হাজার ৩০০টির বেশি আগ্নেয়াস্ত্র এবং আড়াই লাখের বেশি গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি, ৭.৬২x২৫ মিমি পিস্তল, ৯x১৯ মিমি পিস্তল, শটগান, গ্যাসগান, টিয়ারগ্যাস লঞ্চার এবং ২৬ মিমি সিগন্যাল পিস্তল।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

5h ago