বাংলাদেশ সিরিজে নেদারল্যান্ডস দলে তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। এর মধ্যে সবচেয়ে আলোচনায় ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে, যিনি নিয়মিত ভালো পারফরম্যান্স করে আসছিলেন অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে।

ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ডাচরা। তরুণদের পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, 'একজন তরুণকে দলে আনা সবসময়ই উত্তেজনাপূর্ণ। সেড্রিক পুরো গ্রীষ্মে দারুণ খেলেছে, এই ডাক সে প্রাপ্য। আশা করি সে শুধু এই সফরেই নয়, সামনের দীর্ঘ ক্যারিয়ারেও আমাদের অনেক কিছু দেবে।'

ডি ল্যাঞ্জের সঙ্গে দলে ঢুকেছেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।

সিলেটে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।

Comments

The Daily Star  | English

‘Election mood prevails in the country, whoever speaks against it will be minus’

BNP leader Salahuddin says PR or constituent assembly are just political tactics aimed at stirring up the field

34m ago