সিনাগগে হামলা

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিনাগগে হামলা
মেলবোর্নে এক সিনাগগে হামলার পর দমকল বাহিনীর কর্মীরা। ছবি: রয়টার্স ফাইল ফটো

সিডনি ও মেলবোর্নে ইহুদি উপাসনালয় বা সিনাগগে হামলায় জড়িত থাকার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ক্যানবেরা।

আজ মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলায় ভিন রাষ্ট্রের সংশ্লিষ্টতাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ 'অভাবনীয় ও বিপজ্জনক আগ্রাসন' হিসেবে আখ্যা দিয়েছেন।

এর আগে, গত বছর ২০ অক্টোবর সিডনি ও ৬ ডিসেম্বর মেলবোর্নে ইহুদি উপাসনালয়ে হামলা হয়। তবে কেউ হতাহত হননি।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান মাইক বার্গেজ বলেছেন, সিনাগগ হামলায় ইরানের জড়িত থাকার 'সম্ভাবনা' নিয়ে গোয়েন্দা তথ্য আছে।

বিবিসি বলছে, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেগি ও আরও তিন কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তেহরান এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি।

'ইরান নিজের সংশ্লিষ্টতা গোপন করার চেষ্টা করছে' বলেও মন্তব্য করেন মাইক বার্গেজ।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলো।

তবে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে কর্মীদের নিরাপত্তার কথা ভেবে ইরানে অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে অস্ট্রেলীয়দের ইরান সফর না করা ও সেই দেশে থাকা অস্ট্রেলীয়দের ইরান থেকে চলে আসার আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এ দিকে, প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, তার সরকার ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেবে।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

5h ago