রিয়াল ছেড়ে লেভারকুসেনে যোগ দিলেন ভাসকেস

এক যুগের বেশি রিয়াল মাদ্রিদের ভরসার নাম ছিলেন লুকাস ভাসকেস। স্প্যানিশ এই ডিফেন্ডার রিয়াল ছেড়ে এবার পাড়ি দিলেন জার্মানিতে। ২০২৭ সাল পর্যন্ত বায়ার্ন লেভারকুসেনের সঙ্গে চুক্তি করেছেন তিনি।
মঙ্গলবার নতুন চুক্তির কথা ঘোষণা দিয়েছে জার্মান ক্লাবটি। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই খেলোয়াড় ফ্রি ট্রান্সফারে এসেছেন, কারণ গ্রীষ্মে তার মাদ্রিদের চুক্তি শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট ছিলেন।
৩৪ বছর বয়সী এই খেলোয়াড় মাদ্রিদে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন এবং শনিবারের পরের ম্যাচে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন। এক বিবৃতিতে ভাসকেস বলেন, লেভারকুসেনে ক্যারিয়ার চালিতে যেতে তিনি মুখিয়ে আছেন।
ভাসকেস জানান, লেভারকুসেনের সাবেক কোচ এবং বর্তমান রিয়াল কোচ জাবি আলোনসো ও একসময়ের লেভারকুসেনের খেলোয়াড় দানি কারভাহাল (যিনি এখন মাদ্রিদে আছেন) তাকে জার্মান দলে যোগ দিতে সাহায্য করেছেন।
লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রোলফেস জানান ভাসকেসের মতন অভিজ্ঞ তারকাকে পেয়ে তারা ভীষণ আনন্দিত, 'লুকাস ভাসকেসের মতোন একজন অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করছি, যিনি গত দশ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে সবকিছুই জিতেছেন।'
গত মৌসুমের শেষে জেরেমি ফ্রিমপং লিভারপুলে চলে যাওয়ার পর লেভারকুসেন একজন রাইট-ব্যাক খুঁজছিল। ২০১০ সালে রিয়ালে যোগ দেওয়া ভাসকেস ২০১৪-২০১৫ মৌসুমে ধারে এস্পানিওলে খেলেছিলেন। পরে আবার রিয়ালে ফেরেন। অর্থাৎ ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় তিনি ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ আর চারটি লা লিগা জিতেছেন ক্লাবের হয়ে।
নতুন মৌসুমে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের রিয়ালে আগমনের কারণে রাইট-ব্যাক পজিশনে ভাসকেসের গুরুত্ব কমে যায়, কিন্তু নয়বার স্পেনকে প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড় তার ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন। দুই মৌসুম আগে অপরাজিত ডাবল জয়ী লেভারকুসেন এই গ্রীষ্মে সম্পূর্ণ পুনর্গঠনের মধ্য দিয়ে গেছে, যেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্লাব ছেড়েছেন।
Comments