সিপিএলে বোলিংয়ের ছন্দ ধরে রেখেছেন সাকিব

বৃহস্পতিবার ত্রিনিদাদের তারুবায় অবস্থিত ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস আট উইকেটে হেরেছে, তবুও তারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দলের হারের দিনে বল হাতে জুতসই পারফর্ম করেন সাকিব। যদিও ব্যাটিংয়ে রান পাননি তিনি।
প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে অ্যান্টিগা ২০ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব ১৪ বলে ১৩ রান করেন। ত্রিনবাগো এই সাধারণ লক্ষ্যটি সহজেই তাড়া করে। ওপেনার অ্যালেক্স হেলসের অপরাজিত ৫৩ বলে ৫৫ রান এবং কেসি কার্টির ৪৫ বলে ৬০ রানের সুবাদে তারা আট বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। চার ওভারের কোটা পূরণ করে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
এদিনই সিপিএলে চার ওভারের কোটা পুরো করেন বাংলাদেশের অলরাউন্ডার। আগের ম্যাচে কোটা পূরণ না করলেও তিন উইকেট নিয়েছিলেন তিনি। সাকিব বল হাতে নেন পাওয়ার প্লের মধ্যে। চতুর্থ ওভারে ত্রিনবাগোর ওপেনার কলিন মুনরোকে আউট করে তিনি অ্যান্টিগাকে প্রথম ব্রেকথ্রু এনে দেন।
এই হারের পরও সাত ম্যাচে তিন জয় নিয়ে অ্যান্টিগা পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে।
Comments