৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: প্রবীর দাশ/স্টার

তিন দফা দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জমায়েত হন। পরে তারা বেগম রোকেয়া সরণিতে মিছিল করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, শেকৃবির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তিনি আরও বলেন, 'আমরা যানজট কমাতে গাড়ি অন্য রাস্তায় সরিয়ে দিচ্ছি।

রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে 'কৃষিবিদ' পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

51m ago