চতুর্থ বিভাগের দলের কাছে হেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আমোরি

ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগ কাপ থেকে ছিটকে দিয়েছে ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউন। সেটি শুধু অঘটনই নয়, বিব্রতকর এক ইতিহাসও বটে। এমন হারের পর সমর্থকদের কাছে  ম্যাচ শেষে ক্ষমা চাইতে হলো কোচ রুবেন আমোরিকেও।

ব্লান্ডেল পার্কে বুধবারের সেই রাতটি ইউনাইটেড সমর্থকদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে অনেকদিন। প্রথমার্ধে করুণ এক প্রদর্শনী শেষে ২-০ গোলে পিছিয়ে যায় তারা। শেষ মুহূর্তে হ্যারি মাগুয়েইরের ৮৯তম মিনিটের হেডে ম্যাচে ফেরার স্বপ্ন জাগে, স্কোরলাইন হয় ২-২। কিন্তু টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে জয় পায় গ্রিমসবি। নতুন সাইনিং ব্রায়ান এমবেউমো, যিনি দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে লড়াইয়ে ফেরাতে শুরু করেছিলেন, তার শট ক্রসবারে লেগে ফিরলে হতাশায় ডুবে যায় দল।

পুরো ম্যাচে গ্রিমসবিই বেশি সংগঠিত, প্রাণবন্ত ও প্রাপ্য বিজয়ী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ম্যাচ শেষে আমোরি রহস্যজনকভাবে বলেন, তার খেলোয়াড়রা যেন 'আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কী চায়'। ইঙ্গিতটা ছিল, খেলোয়াড়রা লিগ টু প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে একেবারেই আগ্রহ দেখাননি।

'ভুলটা কোথায় হলো? সব জায়গায়। আমরা ম্যাচটা শুরুই করেছি ভুলভাবে। আমরা যেন খেলাতেই ছিলাম না। আমাদের ক্লাবের জন্য প্রতিটি মুহূর্ত এত গুরুত্বপূর্ণ, অথচ আজ যা হলো, সবই সমস্যার প্রতিচ্ছবি। আমাদের আরও অনেক ভালো করতে হবে। আমি শুধু আমাদের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি,' যোগ করেন তিনি।

শুধু পেনাল্টিতে হারা নয়, আসলেই তারা যোগ্য দল ছিল না বলেই মনে করেন আমোরি, 'পেনাল্টিতে হারলাম কি না, তাতে কিছু যায় না। ফুটবল আজ ন্যায়বিচার করেছে। সেরা দলই জিতেছে।'

এই হারের ফলে ইউনাইটেডের শিরোপা জয়ের একমাত্র বাস্তবসম্মত আশা এখন এফএ কাপেই সীমাবদ্ধ।

তিনি বলেন, 'আমি ম্যানেজার, কী ঘটেছে তা বোঝা আমার কাজ। আবারও সমর্থকদের কাছে ক্ষমা চাই। এখন আমাদের সামনে যে ম্যাচ, সেটাতেই মনোযোগ দিতে হবে। এটা শুধু ফল নয়, দলের ভেতরে যে সমস্যা আছে, সেটাই আসল। আজ সেটা স্পষ্ট হয়ে গেছে।'

তবে দলে একই ভুলের পুনরাবৃত্তিতে তিনি হতাশ, 'প্রতিদিন একই ভুল দেখি, অথচ বলার মতো কিছুই থাকে না। এটাও বড় সমস্যা। খুব বেশি বদল আনা যায় না, এক গ্রীষ্মে সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়। তবু ম্যাচ জিততে হবে, অন্তত এমন পারফরম্যান্স যেন না দেখা যায়।'

ম্যাচে গোলরক্ষক আন্দ্রে ওনানার ফেরাটা ছিল দুঃস্বপ্নের মতো। দুই গোলের জন্যই দায় দেয়া যেতে পারে তাকে। প্রথমটিতে নিকট পোস্টে সহজেই বিট হওয়া, আর দ্বিতীয়টিতে ক্রস ধরতে ব্যর্থ হয়ে সাবেক ইউনাইটেড একাডেমি খেলোয়াড় টাইরেল ওয়ারেনকে গোল করার সুযোগ দেওয়া।

তবে আমোরিম গোলরক্ষককে দোষারোপ করতে চাননি, 'এটা শুধু আন্দ্রের ব্যাপার নয়। আমি বলেছি, সেরা দল জিতেছে। কিন্তু সত্যি বলতে, তারা চতুর্থ বিভাগের দল। এটা শুধু গোলকিপারের সমস্যা নয়, এর চেয়ে অনেক বড় সমস্যা।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago