জোভান ও নিহার 'সহযাত্রী'

ছবি: সংগৃহীত

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে আসছেন নতুন ইউটিউব ফিল্ম 'সহযাত্রী'। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহাকে যেখানে দেখা যাবে স্বামী-স্ত্রী চরিত্রে।

নাটকটি রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় রয়েছেন রাজ নিজেই।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, সেটা দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রূপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।'

ইউটিউব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এবি রোকনসহ অনেকে।

সহযাত্রীতে থাকছে একটি মৌলিক গান, শিরোনাম 'আঘাত'। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

আগামী সেপ্টেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে 'সহযাত্রী'।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago