এক ঝাঁক টেস্ট ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের এই অবস্থা!

shahadat hossain dipu

দলে ছয়জন টেস্ট ক্রিকেটার, তবু পারফরম্যান্সে নেই তার ছাপ। সাউথ অস্ট্রেলিয়া রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে নাস্তানাবুদ হলো বাংলাদেশ 'এ' দল।

ডারউইনে চারদিনের ম্যাচে মাহমুদুল হাসান জয়রা হেরেছেন ইনিংস ও ১২ রানের বড় ব্যবধানে। মূলত প্রথম ইনিংসেই ম্যাচের লাগাম হাতছাড়া করে ফেলে বাংলাদেশের দলটি। প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ার পর বোলাররাও বিশেষ কিছু করতে পারেননি। জেসন সাঙ্ঘার সেঞ্চুরিতে সাউথ অস্ট্রেলিয়া করে ফেলে ৩৮০ রান।

দ্বিতীয় ইনিংসে আড়াইশ পার করলেও ইনিংস হার এড়ানো যায়নি। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করতে পারেননি বাংলাদেশের কোন ব্যাটার। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা শাহাদাত হোসেন দিপু করেন সর্বোচ্চ ৪৯ রান। টেস্ট দলে জায়গা হারানো ওপেনার মাহমুদুল হাসান প্রথম ইনিংসে ১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন কেবল ৪ রান।

আরও দুই টেস্ট ব্যাটার ইয়াসির আলি রাব্বি ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩২ রান। নাঈম হাসান ও হাসান মাহমুদও খেলেছেন চারদিনের এই ম্যাচ।

অফ স্পিনার নাঈম ৮৯ রান দিয়ে পান ১ উইকেট, হাসান ২ উইকেট নেন ৬৮ রান খরচায়। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের কারো পারফরম্যান্সই নির্বাচকদের খুশি করার কথা নয়।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

38m ago