বাদ পড়া নিয়ে আনচেলত্তির সঙ্গে নেইমারের দ্বিমত

carlo ancelotti and neymar

লম্বা সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমার ব্রাজিলের আসন্ন দুই বাছাইপর্বের ম্যাচেও ফিরতে পারেননি। তাকে না রাখার কারণ হিসেবে ফিটনেসের কথা উল্লেখ করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ব্যাপারে ইতালিয়ান কোচের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। যার একটিতে তারা চিলির বিপক্ষে ঘরের মাঠ রিওতে খেলবে। অন্যটি বলিভিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনে।

স্কোয়াডে নেইমারকে না রাখা নিয়ে আনচেলত্তি সাংবাদিকদের জানিয়েছিলেন যে সান্তোসের এই তারকার 'ছোট্ট একটি সমস্যা' ছিল। এজন্য তারা তাকে  ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন দেখছেন না। এই ইতালীয় কোচ বলেন, 'আমরা সবাই নেইমারকে চিনি। বিশ্বকাপের জন্য তাকে সতেজ এবং সম্পূর্ণ ফিট অবস্থায় আমাদের প্রয়োজন।'

কিন্তু নেইমার এই কথা মানতে নারাজ। সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার পর (ম্যাচটি ০-০ তে ড্র হয়), এই ফরোয়ার্ড আনচেলত্তির বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বার্সেলোনা এবং পিএসজির সাবেক এই তারকা বলেন, 'পেশি সামান্য ফোলা ছিল, তবে গুরুতর কিছু না। যদি তা হতো, তাহলে আমি আজ বা তার আগের দিন বাহিয়ার বিপক্ষে খেলতাম না।'

নেইমার জানান চোটের কারণে নয়, কৌশলগত কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে, 'যদি আমাকে বাদ দেওয়া হয়ে থাকে, তবে সেটা ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত, এর সঙ্গে আমার শারীরিক অবস্থার কোনো সম্পর্ক ছিল না।'

ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল বাছাইপর্বে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে, যেখানে তারা ইকুয়েডরের সঙ্গে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আর আর্জেন্টিনা রয়েছে সবার শীর্ষে।

নেইমারের কথা বলতে গেলে, তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরাটাও খুব একটা সুখকর হয়নি। দলটি রেলিগেশনের দ্বারপ্রান্তে রয়েছে, কেবল ড্রপ জোন থেকে সামান্য ওপরে। নতুন কোচ আসার পর সান্তোস আশা করছে, তাদের সেরা খেলোয়াড় ঘরোয়া লিগে দলের ভাগ্য বদলাতে পারবে।

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

2h ago