কিনেছি চিকন পাড়ের সাদা শাড়ি
‘বিয়ের আগের ঈদগুলো খুব ম্যাড়মেড়ে ছিল। শুধু মায়ের সঙ্গেই কাটত সারাটা দিন। এবারই প্রথম নতুন একটা পরিবারে অনেক মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করব।’ বলছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া৷ জানালেন, বিয়ের পর এটাই প্রথম ঈদ৷ তাই প্রস্তুতিটাও নিচ্ছেন বেশ ঘটা করেই৷ আত্মীয়স্বজনদের জন্য কেনাকাটায় পার করছেন ব্যস্ত সময়৷ এর মধ্যে কেনা হয়ে গেছে নিজের পোশাক৷ যেকোনো উৎসবে শাড়ি পরতেই ভালোবাসেন৷ সাদা তাঁর প্রিয় রং৷ তাই ঈদের দিনের জন্য দেশাল থেকে কিনেছেন চিকন পাড়ের সাদা শাড়ি৷ ‘দেশালের পোশাকের রং, কাপড়, নকশা—সবকিছুতেই শৈল্পিক ভাব আছে, যা আমার খুব পছন্দ৷’ এবার কাছের মানুষদের কাছ থেকেও পেয়েছেন উপহার৷ এই তালিকায় শাড়ি ছাড়া আছে কুর্তা আর কামিজ৷ আরেকটি ঘটনা স্পর্শিয়ার ঈদে যোগ করেছে বাড়তি আনন্দ৷ তা হলো ঈদের পরদিনই তাঁর সবচেয়ে কাছের বন্ধুর বিয়ে৷
বিয়ের আগে ঈদের দিন ঘুমিয়ে কাটাতেন৷ তবে এবার সারা দিনই স্বামী রাফসানকে নিয়ে ঘুরে বেড়াবেন আত্মীয়স্বজনদের বাসায়৷ এ সময় স্পর্শিয়া সাজবেন হালকা সাজে৷ গাঢ় করে কাজল পরবেন চোখে৷ ঠোঁটে লাগাবেন হালকা লিপস্টিক৷ খুব জমকালো নয়, তবে দেশীয় নকশার গয়নার প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা৷ স্পর্শিয়ার বেশির ভাগ গয়নার নকশা তাঁর মা করে থাকেন৷ এখান থেকেই একটা পুঁতির গয়না পরবেন ঈদের দিন৷ ‘আসলে সাজপোশাকের দিকে কোনো দিনই বিশেষ খেয়াল ছিল না আমার৷ তবে কাছের মানুষদের নিয়ে ঈদ উদ্যাপনের যে এত আনন্দ, এই আনন্দ সত্যিই কখনো পাইনি।’ বোঝা যাচ্ছে, এবারের ঈদকে ঘিরে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই অভিনেত্রী৷
Comments