ছড়াটুন

সাদাত-এর আঁকায়


নবগুরু

নব যুগে নব গুরু
নগর বাউল।
দকিে দকিে তারে নয়িে
কী হুলুস্থূল।
পাঞ্জাবি বুট সাথে
চরিচনো চুল।
নজিরে মাঝে গুরু
থাকে মশগুল।

জয়া তুমি কার?

এক সে ছলি রূপবতী
গুণরে নাই কো শষে।
এপার-ওপার দু’পারতেে
উড়ছে ময়েে বশে।

বনলতা মোনালসিা
মনেে যাবে হার।
বলি শষেে চুপি চুপি
জয়া তুমি কার?


বস

ছলেে বুড়ো সবে তাকে
ডাকে জানি বস।
সারাদশেে আছে মহা
খ্যাতি আর যশ।
গটিাররে কংি তনিি
জুড়ি মলো ভার।
ব্যান্ডরে ইতহিাসে
নাম রবে তাঁর।

পপে টপে

পপে মলিা টপে
তুলনা নাই।
নাচে গানে টানে
মঞ্চ কাঁপায়।
সুরে সুরে উড়ে উড়ে
কোমর নাচায়।
দকিে দকিে রটে গছেে
মলিা নাম তাই।


আশি টাকা তোলা

বরশিাইল্যা পোলা
আশি টাকা তোলা।
ছোট-বড় সক্কলে
ভক্ত যে দলে দল।ে
কত শত পাঠ গায়
জানি তার শষে নাই।
বলি শষেে ক্যারে
চনিসি কি হ্যার?ে

লক্ষ্মী ভাবি

কত রঙে কত ঢঙে
আসে সে যে র্পদায়।
সুখ-েদুঃখে বারোমাসই
বোকাবাকসো চমকায়।
লক্ষ্মী ভাবি তনিি
ফারুকী যে ভাই।
মলিমেশিে থাক তারা
এটা শুধু চাই।
অভনিয়ে সরো তশিা
এটা বলে যাই।

ক্র্যাশ খায়

তাহসান গাই গান
কোটরি কাছে ফ্যান তার।
ফসেবুক জুড়ে আছে
লাখে লাখে ফলোয়ার

একই অঙ্গে বহুরূপ
সে তো বলা যায়।
মডিয়িাতে কোনো কছিু
করা তার বাদ নাই।

ময়েরো তাকে দখেে
খুব বশেি ক্র্যাশ খায়।
অন্যরা সটো জনেে
জ্বলে মরে হংিসায়।


ওগো সুন্দরী

সুন্দরী মরি মরি
ডানাকাটা অপ্সরী।
চল না গো ডটে করি
একটু প্রমেে পড়ি
তুমি যে সুইটর্হাট
ওগো সুন্দরী।
কাছে এসে কনে
করো লুকোচুর?ি

নামটা

নামটা যে তার ইরশে
শষেে আছে যাকরে।
একটা হলো নজিরে
অন্যটা যে বাপরে।

বাপ-েপুতে দুজনাতে
অভনিয়ে মুগ্ধ
দুজনারই দলিটা যে
একবোরে শুদ্ধ।

জানাজানি

তা ধনি ধনি তা
নইে তো চন্তিা।
বন্দিাস রাত-দনি
ওহ্ মহেজাবনি।

চাল্লু আছে জানি
কত কানাকান।ি
ডুবে আছে প্রমেতেে
হয়নি জানাজান।ি
 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago