গুলশান হামলাঃ তাহমিদ জামিনে মুক্ত, পুলিশ জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি

তাহমিদ হাসিব খান
তাহমিদ হাসিব খান

গুলশান হামলায় আটক তাহমিদ হাসিব খান গতকাল জামিনে মুক্তি পেয়েছে। তাহমিদের আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিনের আদেশ প্রদান করেন।

একই দিনে, একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়, পুলিশ তার বিরুদ্ধে করা জঙ্গি আক্রমণের যোগসাযোশের অভিযোগও প্রত্যাহারের আবেদন করে।

পুলিশের করা আবেদনে বলা হয় যে, তারা গুলশান আক্রমণকারী কিংবা অন্যকোনো জঙ্গির সাথে তাহমিদের সম্পর্কের কোন প্রমাণ পায়নি।

আদালত, জমা দেয়া তদন্ত প্রতিবেদনের উপর শুনানির জন্য আগামী বুধবার নির্ধারণ করেন।

তদন্ত প্রতিবেদনটি জমাদেন পুলিশের জঙ্গিবাদ দমন ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।

জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির দি ডেইলি স্টারকে বলেন যে রাত ১০টা ১৫ মিনিটে তাহমিদকে ছেড়ে দেয়া হয়।

রেস্তোরাঁর পার্শ্ববর্তী একটি ভবন থেকে তোলা ছবি দুটোতে প্রাক্তন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদকে একজন হামলাকারী জঙ্গি রোহান ইমতিয়াজের সঙ্গে কথা বলতে দেখা যায়।

২ জুলাই সকালে তোলা ঐ ছবিগুলোতে দেখা যায়, রেস্তোরাঁর ছাদে তাহমিদ ও রোহান আগ্নেয়াস্ত্র হাতে হাসনাত করিমের সঙ্গে কথা বলছে।

সে সময় তাহমিদের হাতে একটি পিস্তল ছিল।

সশস্ত্র জঙ্গিরা, রেস্তোরাঁর কর্মচারী ও অতিথিদের জিম্মি করে রাখে এবং পরবর্তীতে ২০ জন জিম্মিকে হত্যা করে। এদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান, দুইজন বাংলাদেশ এবং একজন ভারতের নাগরিক। এছাড়াও নিহতদের মধ্যে একজন বাংলাদেশী বংশদ্ভুত মার্কিন নাগরিক ছাড়াও দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Road accidents killed 583 in April: Jatri Kalyan Samity

Bangladesh Jatri Kalyan Samity (BJKS), a passenger welfare platform, said that a total of 583 people were killed and 1,202 injured in 567 road accidents across the country in the month of April, citing media reports

54m ago