ইসরায়েলের দাবি ২০ স্থাপনায় হামলা, ইরান বলছে ৩ প্রদেশে সামান্য ক্ষয়ক্ষতি

ইসরায়েলি হামলায় তেহরানের আতঙ্কিত দুই বাসিন্দা ভবনের ছাদে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছেন। ছবি: রয়টার্স

ইসরায়েল অন্তত ২০টি স্থাপনায় হামলার দাবি করলেও ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এতে তিনটি প্রদেশ ইলাম, খোজেস্তান ও তেহরানে অবস্থিত সামরিক ঘাঁটির 'সামান্য ক্ষয়ক্ষতি' হয়েছে।

তবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারকৃত সামরিক বাহিনীর বিবৃতিতে যেসব জায়গায় হামলা হয়েছে, তার ছবি প্রকাশ করা হয়নি। হতাহতের কথাও জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সক্ষম হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী স্থাপনা, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হামলা সম্পন্ন হয়েছে এবং এই হামলার নাম দেওয় হয়েছে "ডে'স অব রেকনিং"।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন তার মিত্রদের হামলা সম্পর্কে অবগত ছিল, তবে ইসরায়েলি অভিযানকে 'আত্মরক্ষার অনুশীলন' হিসেবে বর্ণনা করে অংশগ্রহণ করেনি।

এদিকে, ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া। 

 

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

12h ago