২০১৭ সালে হলিউডে যেসব চলচ্চিত্র মুক্তি পাবে

ইংরেজি নতুন বছর শুরু হলো আজ। হলিউডে বছর জুড়ে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন, সুপার হিরো, মনস্তাত্ত্বিক ও জীবনী-চিত্র নির্ভর ছবির একটি সংক্ষিপ্ত তালিকা দ্য ডেইলি স্টার অনলাইন পাঠকদের জন্য দেওয়া হলো:

জানুয়ারি

ভারতীয়-আমেরিকান চিত্র পরিচালক এম নাইট শ্যামালানের ‘স্পিল্ট’ মুক্তি পাবে ২০ জানুয়ারি। এই মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ছবিটিতে দেখা যাবে প্রকাশ্য দিবালোকে তিন তরুণীর অপহরণ হওয়ার গল্প। ছবিটির মূল চরিত্রে অভিনয় করবেন স্কটিশ অভিনেতা জেমস ম্যাকাভয়।

পরিচালক ডি জে কারুসো’র অ্যাকশন ছবি ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’-এর বৈশ্বিক মুক্তি ২০ জানুয়ারি। তবে ভারতে ছবিটি মুক্তি পাবে ১৪ জানুয়ারি।

এছাড়াও, লরেন্স শের-এর কমেডি মুভি ‘বাস্টার্ডস’ মুক্তি পাবে ২৭ জানুয়ারি।

ফেব্রুয়ারি

এই মাসে মুক্তির তালিকায় রয়েছে অতিপ্রাকৃত মনস্তাত্বিক হরর ছবি ‘রিংস’। এফ জেভিয়ার গুতিয়েরেজ পরিচালিত ছবিটিতে অভিনয় করবেন ইতালীয় মডেল মাতিলদা লুৎজ এবং ব্রিটিশ টেলিভিশন অভিনেতা অ্যালেক্স রো।

ক্রিস ম্যাকি পরিচালিত অ্যানিমেটেড অ্যাকশন-কমেডি-সুপারহিরো ছবি ‘দ্য লেগো ব্যাটম্যান মুভি’ মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি।

১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ঝাং ইয়েমু পরিচালিত ঐতিহাসিক ফিকশন-অ্যাকশন অ্যাডভেঞ্চার মনস্টার মুভি ‘দ্য গ্রেট ওয়াল’। এছাড়াও, জাস্টিন শাদভিক পরিচালিত ‘টিউলিপ ফেভার’ মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি।

মার্চ

মার্চ মাসের দীর্ঘ তালিকায় রয়েছে বিল কনডন পরিচালিত ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এই রোমান্টিক ডার্ক ফ্যান্টাসি ছবিটি মুক্তি পাবে ১৭ মার্চ।

জেমস ম্যানগোল্ড পরিচালিত সুপারহিরো ড্রামা ফিল্ম ‘লোগান’ মুক্তি পাবে ৩ মার্চ। ক্রেইগ জনসনের কমেডি ড্রামা ‘উইলসন’ মুক্তি পাবে ২৪ মার্চ ও ডোগ লিম্যান পরিচালিত ড্রামা থ্রিলার ‘দ্য ওয়াল’ মুক্তি পাবে ১০ মার্চ।

এপ্রিল

এ মাসে মুক্তির তালিকায় রয়েছে এফ গ্যারি গ্রে পরিচালিত ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’। ভিন ডিজেল অভিনীত এই অ্যাকশন মুভিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। ডেনিস ডি নোভি পরিচালিত থ্রিলার মুভি ‘আনফরগেটেবল’ মুক্তি পাবে ২১ এপ্রিল।

মে

জেমস গান পরিচালিত সুপার হিরো চলচ্চিত্র ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভল্যুম টু’ মুক্তি পাবে ৫ মে। এছাড়াও, ব্রিটিশ পরিচালক গাই রিটশের এপিক অ্যাডভেঞ্চার ড্রামা ‘কিং আর্থার: লিজেন্ড অব দ্য সোর্ড’ মুক্তি পাবে ১২ মে।

রিডলে স্কটের বিজ্ঞান-ভিত্তিক কল্পকাহিনী ‘এলিয়েন: কোভেনান্ট’ মুক্তি পাবে ১৯ মে। সেথ গর্ডনের কমেডি ‘বেওয়াচ’ মুক্তি পাবে ২৬ মে।

জুন

পরিচালক অ্যালেক্স কুরৎজমানের অ্যাকশন-অ্যাডভেঞ্চার হরর ফিল্ম ‘দ্য মামি’ মুক্তি পাবে ৯ জুন। মুক্তির তালিকায় আরও রয়েছে পেটি জেনকিন্সের সুপার হিরো অ্যাকশন ফ্যান্টাসি ‘ওয়ান্ডার ওম্যান’। মাইকেল রে’র বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট’ মুক্তি পাবে ২৩ জুন।

এছাড়াও, পিয়েরে কফিন ও কিলে বালদা পরিচালিত অ্যানিমেটেড কমেডি ‘ডিসপিকেবল মি-থ্রি’ মুক্তি পাবে ৩০ জুন।

জুলাই

জন ওয়াল্টসের সুপার হিরো ফিল্ম ‘সাইডারম্যান: হোমকামিং’ মুক্তি পাবে সেভেন সেভেন সেভেনটিন অর্থাৎ ৭ জুলাই। স্কট স্পিরের রোমান্টিক-ড্রামা ‘মিডনাইট সান’ মুক্তি পাবে ১৪ জুলাই। ম্যাট রিভেস পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ওয়ার ফর দ্য প্লানেট অব দ্য এপস’ মুক্তি পাবে ১৪ জুলাই।

আগস্ট

ক্রিস বেইলি ও মার্ক কোয়েৎসিয়ের পরিচালিত অ্যানিমেটেড অ্যাকশন কমেডি ‘ব্ল্যাজিং সামুরাই’ মুক্তি পাবে ৪ আগস্ট। অ্যাডগার রাইটের অ্যাকশন ক্রাইম থ্রিলার ‘বেবি ড্রাইভার’ মুক্তি পাবে ১১ আগস্ট।

সেপ্টেম্বর

আনদ্রেস মুশিতি হরর মুভি ‘ইট’ মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। শ্রাবণী বসুর গল্পাবলম্বনে জীবনী-চিত্র ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ মুক্তি পাবে ২২ সেপ্টেম্বর। ছবিটি পরিচালনা করেছেন স্টেফেন ফ্রিয়ারস। এছাড়াও, ডোউগ লিম্যান পরিচালিত জীবনী-চিত্র ‘অ্যামেরিকান মেইড’ মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর।

অক্টোবর

ডেনিস ভিলেনুভি পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ব্লেড রানার: টু থাউজেন্ড ফরটি নাইন’ মুক্তি পাবে ৬ অক্টোবর। এ মাসে আরও মুক্তি পাবে ম্যাথু ভগন পরিচালিত স্পাই অ্যাকশন কমেডি ‘কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল’ মুক্তি পাবে ৬ অক্টোবর। টমাস আলফ্রেডসন পরিচালিত ক্রাইম ড্রামা ‘দ্য স্নোম্যান’ মুক্তি পাবে ১৩ অক্টোবর।

জুলিয়াস ওনাহ পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ও হরর ফিল্ম ‘গড পার্টিকেল’ মুক্তি পাবে ২৭ অক্টোবর।

নভেম্বর

পরিচালক তাইকা ওয়াইতিতি’র সুপার হিরো ভিত্তিক ‘থর: র‍্যাগনারক’ ছবিটি মুক্তি পাবে ৩ নভেম্বর। জ্যাক সিন্ডার পরিচালিত সুপার হিরো ফিল্ম ‘জাস্টিস লিগ’ মুক্তি পাবে ১৭ নভেম্বর। লুক স্নেলিন পরিচালিত রোমান্স মুভি ‘লেট ইট স্নো’ মুক্তি পাবে ২২ নভেম্বর। জো রাইটের ড্রামা ‘ডার্কেস্ট আওয়ার’ মুক্তি পাবে ২৪ নভেম্বর।

ডিসেম্বর

বছর শেষ হওয়ার আগেই মুক্তি পাবে এপিক স্পেস মুভি ‘স্টার ওয়ারস: এপিসোড এইট’। রিয়ান জনসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’-কে নিয়ে দামিয়ান সিফ্রোন তৈরি করছেন এক বৈজ্ঞানিক কল্পকাহিনী। এই ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ ২২ ডিসেম্বর। মাইকেল গ্রেসি পরিচালিত জীবনী-চিত্র ‘দ্য গ্রেটিস্ট শোম্যান’ আগামী বড় দিনে মুক্তি পেতে পারে।

Comments

The Daily Star  | English

Rohingyas may go hungry after November: WFP

Food assistance for over 1.2 million Rohingyas in Bangladesh will end after November 30 unless urgent funds are secured, the World Food Programme has warned.

9h ago