‘হলিউড’ পাল্টে ‘হলিউইড’
পাহাড়ের ওপর লেখা আইকনিক সাইন ‘হলিউড’-এর পরিবর্তে পড়তে হলো ‘হলিউইড’। নতুন বছরের মশকরা হিসেবে কে বা কারা সান্তা মনিকা পাহাড় বেয়ে উঠে কৌশলে ‘হলিউড’-এর মাঝের দুটি ‘ও’ বর্ণ পাল্টে দিয়ে দুটি ‘ই’ বর্ণ বসিয়ে দেয়।
দ্য হলিউড রিপোর্টার-এর খবরে বলা হয়, রবিবার সকালে সেই এলাকায় নজরদারির জন্যে বসানো ক্যামেরায় ঘটনাটি ধরা পড়লে তদন্তে নামেন লস অ্যাঞ্জেলেস পুলিশ। বিষয়টিকে তারা অনুপ্রবেশের মতো একটি বড় ধরনের অপরাধ হিসেবে দেখছেন।
ধারণা করা হচ্ছে, গত নভেম্বরে ক্যালির্ফোনিয়ার ভোটাররা বিনোদনমূলক গাঁজা সেবনের পক্ষে রায় দেওয়ার প্রেক্ষাপটে ঘটনাটি কেউ ঘটাতে পারে।
উল্লেখ, ১৯২৩ সালে নির্মিত এই ল্যান্ডমার্ক সাইনটি পরিবর্তিত হয়ে প্রথম ‘হলিউইড’ হয়েছিল ১৯৭৬ সালের ১ জানুয়ারি। এরপর, ‘এইচ’ বর্ণটি তুলে লেখা হয়েছিল ‘ওলিউড’। ১৯৮৭ সালে পোপের সফর উপলক্ষে ‘হলিউড’ হয়েছিল ‘হোলিউড’।
Comments