`আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ারস’ আসছে সিনেপ্লেক্সে
ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউড অ্যাকশন হরর ছবি ‘আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ারস’।
এই ছবিটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হলো জার্মানি বংশোদ্ভূত আমেরিকান চিত্রগ্রাহক আনা ফোয়েরস্টারের।
ছবিটিতে অভিনয় করেছেন কেট বেকিনসালে, থিও জেমস, তোবিয়াস মেনজিয়েস, লারা পুলভার, পিটার অ্যান্ডারসন প্রমুখ।
৯১ মিনিটের এই ছবিটি এখন পর্যন্ত ৪২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে।
Comments