ফ্লোরিডায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

হামলার পর খালি করে দেওয়া হয় ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে এক জন বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের লাগেজ খালাস করার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় শেরিফের অফিস থেকে জানানো হয়, এই ঘটনায় পাঁচ জন নিহত ও আরও আট জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমএসএনবিসির খবরে জানানো হয়, হামলাকারীর বয়স ২০ এর কোঠার মধ্যে হবে। কোন কথা না বলেই সে গুলি চালানো শুরু করে। তার পরনে ছিলো স্টার ওয়ার্সের টি শার্ট। বন্দুকে ফের গুলি ভরানোর সময় পুলিশ তার ওপর গুলি চালায়।

জন স্লিচার নামের এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, হামলাকারীর গড়ন ছিলো খুব লিকলিকে। সে ব্যাগ সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিলো।

তিনি আরও জানান, গুলি শেষ হয়ে গেলে বন্দুকে ফের গুলি ভরে হামলাকারী। তবে গুলির সংখ্যার ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

বিমানবন্দরের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ২ নম্বর টার্মিনালের যে জায়গায় যাত্রীরা ব্যাগ সংগ্রহ করেন সেখানে হামলা চালানো হয়। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ফ্লোরিডার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।

Click here to read the English version of this news

Comments