কাদের ঘরে যাবে এ বছরের গোল্ডেন গ্লোব?

সাতটি মনোনয়ন নিয়ে গোল্ডেন গ্লোবের তালিকায় শীর্ষে থাকা ‘লা লা ল্যান্ড’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কাদের ঘরে যাবে এ বছরের গোল্ডেন গ্লোব পুরস্কার? আর খানিক বাদেই এ নিয়ে সব জল্পনার অবসান হবে তবু মনোনীতদের পাশাপাশি ভক্তরাও আছেন উৎকণ্ঠার ভেতর।

চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লোব বিনোদন জগতে অন্যতম সেরা স্বীকৃতি। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে বসবে ৭৪তম গোল্ডেন গ্লোবের জমকালো আসর।

এ বছর সাতটি মনোনয়ন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মার্কিন পরিচালক দ্যামিয়েন শ্যাজেলের ‘লা লা ল্যান্ড’। মনোনয়নের তালিকায় রয়েছে সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর নাম।

ছয়টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন পরিচালক ব্যারি জেনকিনসের ‘মুনলাইট’। সেরা চলচ্চিত্রসহ সেরা পরিচালকের নাম রয়েছে এই তালিকায়। ইতোমধ্যে আমেরিকার ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকসের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মুনলাইট’।

মার্কিন পরিচালক কেনেথ লনেরগ্যানের ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ পাঁচটি এবং ব্রিটিশ পরিচালক স্টিফেন ফ্রেয়ারসের ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’ ও অস্ট্রেলিয়ান পরিচালক গ্যার্থ ডেভিসের ‘লায়ন’ চারটি করে মনোনয়ন নিয়ে গোল্ডেন গ্লোব মনোনয়ন তালিকায় রয়েছে।

এখন শুধু অপেক্ষা, কাদের ঘরে যাবে এ বছরের গোল্ডেন গ্লোব পুরস্কার।

Comments

The Daily Star  | English

Dhaka set to soar as developers have their way

Bowing to persistent demands from real estate developers, the government has decided to raise the limit on how much floor space can be built on a piece of land -- known as the Floor Area Ratio (FAR) -- in most parts of the capital.

10h ago