ঢাকায় যেসব সড়ক এড়িয়ে চলতে হবে আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভার নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে আজ দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সমাবেশ চলাকালে বাংলামোটর, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা এড়িয়ে চলার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় সরণি থেকে ফকিরাপুল/ইউসিবিএল ক্রসিং এর দিকে যাওয়া যানবাহনগুলো লাজ রোড-মগবাজার ফ্লাইওভার- রাজমনি ক্রসিং রুট ব্যবহার করতে পারবে। অন্যদিকে মতিঝিল বা গুলিস্তান থেকে বিজয় সরণির দিকে যাওয়া গাড়িগুলোকে নাইটিংগেল ক্রসিং-রাজমনি ক্রসিং-মগবাজার ফ্লাইওভার-লাভ রোড দিয়ে যেতে বলা হয়েছে।

গাবতলি থেকে গুলিস্তান, মতিঝিল ও সদরঘাটগামী গাড়িগুলো মিরপুর রোড-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাংখারপুল-বাংলাবাজার রুট দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। সদরঘাট, মতিঝিল ও গুলিস্তান থেকে গাবতলীগামী গাড়িগুলো একই রুটে বাংলাবাজার-চাংখারপুল-বকশীবাজার-আজিমপুর-নিউ মার্কেট-সায়েন্স ল্যাব-মিরপুর রোড হয়ে যেতে পারবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago