কনসার্ট থামিয়ে নারী দর্শককে উদ্ধার করলেন আতিফ আসলাম

কনসার্টে মাঝপথে গান থামিয়ে বখাটেদের হাত থেকে এক নারী দর্শককে উদ্ধার করেছে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। গত রাতে করাচিতে এই ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘করাচি ইট ২০১৭’ শিরোনামে আয়োজিত কনসার্টে গান গাইছিলেন আতিফ। এ সময়...

কনসার্টে মাঝপথে গান থামিয়ে বখাটেদের হাত থেকে এক নারী দর্শককে উদ্ধার করেছে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

গত রাতে করাচিতে এই ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘করাচি ইট ২০১৭’ শিরোনামে আয়োজিত কনসার্টে গান গাইছিলেন আতিফ। এ সময় মঞ্চের খুব পাশে কিছু বখাটে দলবদ্ধভাবে এক নারী দর্শকের শ্লীলতাহানীর চেষ্টা করছিল। বিষয়টি বুঝতে পেরে মাঝপথে গান থামিয়ে বখাটেদের তীরস্কার করেন আতিফ। কয়েকজনের সহায়তায় মেয়েটিকে মঞ্চে তুলে নেন তিনি।

বখাটেদের তীরস্কার করে আতিফ বলেন, “আপনারা কখনও কি কোন মেয়ে দেখেননি? এই ঘটনাতো আপনার মা অথাবা বোনের সঙ্গেও হতে পারতো।”

কনসার্টে উপস্থিত এক ব্যক্তি তার মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
How do we protect the worst victims of inflation?

How do we protect the worst victims of inflation?

The reason for continued high consumer prices in the country despite prices dropping in the international market is a combination of policy and institutional failure.

8h ago