টেস্ট অলরাউন্ডারদের মধ্যে রেটিং পয়েন্ট বেড়েছে সাকিবের

টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারদের নিয়ে আইসিসি যে র‍্যাংকিং করে সেখানে এখন দুই নম্বরে অবস্থান করছেন তিনি।

সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪৩৬। ভারতের রবিচন্দ্র অশ্বিন এখন তার সামনে অবস্থান করছেন। অথচ মাত্র ৪০৪ রেটিং পয়েন্ট নিয়েই ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবারের মত টেস্ট অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছিলেন সাকিব।

এই বাঁহাতি নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সদ্য শেষ হওয়া টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২১৭ রান সংগ্রহ করেন। এই ম্যাচে দুটি উইকেটও নিয়েছেন সাকিব। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে সাত উইকেটে পরাজিত হয়।

ওডিআই ফরম্যাটেও অল রাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব। এখানে তার রেটিং পয়েন্ট ৩৭৭। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কান অ্যাঞ্জেলা ম্যাথিউসের চেয়ে ৪২ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতেও অলরাউন্ডার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব। এই ফরম্যাটে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

3h ago