ভাড়া বাড়ছে উবারের

ঢাকার রাস্তায় নামার দুই মাসের মাথায় ভাড়া বাড়াচ্ছে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার। সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
Uber
রয়টার্স ফাইল ফটো

ঢাকার রাস্তায় নামার দুই মাসের মাথায় ভাড়া বাড়াচ্ছে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার। সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

পরিবর্তিত ভাড়ায়, কিলোমিটার প্রতি ১৮ টাকা বাড়িয়ে ২১ টাকা করা হয়েছে। এছাড়াও, প্রতি মিনিট সময় বাবদ দুই টাকার পরিবর্তে তিন টাকা দিতে হবে।

তবে সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা অপরিবর্তিত থাকছে। সেই সঙ্গে কোন অর্ডার বাতিল করলেও একই পরিমাণ টাকা দিতে হবে।

উবারের ওয়েবসাইটে বলা হয়েছে, “উচ্চমানের সেবা নিশ্চিত করার জন্য ভাড়ায় পরিবর্তন করা হয়েছে। এতে চালক ও যাত্রী উভয়েই উপকৃত হবেন।”

গত ২২ নভেম্বর ঢাকার বিশ্বখ্যাত অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবারের কার্যক্রম শুরু হয়।

উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই। কিন্তু ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোন ব্যক্তিই উবার টিমের সাথে যুক্ত হতে পারেন। এই নেটওয়ার্কের মাধ্যমে একজন চালক ও যাত্রী নিজেদের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন।

উবারের ফ্রি অ্যাপটির মাধ্যমে একজন যাত্রী নিজের অবস্থান জানিয়ে একটি ট্যাক্সি ডেকে আনতে পারেন।

Comments