‘ডক্টর স্ট্রেঞ্জ’ অস্কার মনোনয়ন পাওয়ায় বাংলাদেশের ওয়াহিদের উল্লাস

Wahid Ibn Reza
ওয়াহিদ ইবনে রেজা

গেল বছরে তৈরি আমেরিকার সুপার হিরো মুভি ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ব্যাপক প্রশংসা পেয়েছে এর চমৎকার ভিজ্যুয়াল ইফেক্টের জন্য। আর সেইসব দৃষ্টিনন্দন ইফেক্ট যারা সৃষ্টি করেছেন তাদের দলে ছিলেন কানাডা প্রবাসী বাংলাদেশি ওয়াহিদ ইবনে রেজা।

আজ তাদের মনে সীমাহীন আনন্দ কেননা অস্কারের ৮৯তম আসরে স্কট ডেরিকসন পরিচালিত ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবিটি ভিজ্যুয়াল ইফেক্ট ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

আজ দ্য ডেইলি স্টার অনলাইনকে ওয়াহিদ জানান, “আমি ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিনেমাটির ম্যানেজমেন্ট টিমে একজন প্রডাকশন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলাম। এই দলে একজন প্রডিউসার, একজন প্রডাকশন ম্যানেজার এবং তিনজন কোঅর্ডিনেটরসহ মোট ৭০ জন শিল্পী ছিলেন।”

তার ভাষায়, “এই মূহুর্তে এটি আমার জীবনে একটি বড় অর্জন। সন্দেহ নেই যে এটি একটি চমৎকার কাজ।”

ওয়াহিদ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, “পুরো টিম নমিনেশন পাচ্ছে. আমার একলা না! ...তবে খুশির কথা হচ্ছে রেজুমেতে লিখতে পারবো অস্কার নমিনেটেড ফিল্মে কাজ করেছি!”

তবে এর আগেও তিনি হলিউড ব্লক বাস্টার “ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার” এবং “ব্যাটম্যন ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস” এ ভিজ্যুয়াল ইফেক্টস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলেন।

তিনি এখন ‘গার্ডিয়ান অব গ্যালাক্সি টু’-তে ভিজ্যুয়াল ইফেক্টের জন্য কাজ করছেন।

প্রাক্তন প্রতিমন্ত্রী মোহাম্মদ রেজাউল কারী এবং অ্যাডভোকেট সুরাইয়া করিম মুন্নির একমাত্র সন্তান ওয়াহিদ ইবনে রেজা বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি পাশ করেন। পরে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

উত্তর আমেরিকায় অভিবাসনের আগে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে ওয়াহিদ একটি বেশ পরিচিত নাম। তিনি বিভিন্ন টেলি-ফিল্মে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, বিভিন্ন কৌতুকানুষ্ঠানেও অভিনয় করেছিলেন।

পর্দায় তাকে আরো দেখা গেছে একজন মডেল, উপস্থাপক ও একজন কৌতুকাভিনেতা হিসেবে। তিনি দেশের স্বনামধন্য হুমায়ুন আহমেদ ও মুস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গেও কাজ করেছিলেন। এছাড়াও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছিলেন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

5h ago