অভিনয় শিল্পী সংঘের সভাপতি সাচ্চু

শহীদুল আলম সাচ্চু ছবি: দ্য ডেইলি স্টার

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল আলম সাচ্চু। তিনি ভোট পেয়েছেন ২২০টি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব নাসিম। তিনি ভোট পেয়েছেন ৩৫১টি। নির্বাচিত হয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু দ্যা ডেইল স্টার অনলাইন কে বললেন, অভিনয় শিল্পী সংঘকে নতুন ভাবে সাজাতে চাই। আমার প্রথম কাজটা হবে রেজিস্ট্রেশন করা। একটা যুগোপযোগী আধুনিক গঠনতন্ত্র তৈরি করা।

 

যারা নির্বাচিত হলেন সভাপতি-শহীদুল আলম সাচ্চু (২২০ ভোট), সহ-সভাপতি (৩ জন), আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি। সাধারণ সম্পাদক-আহসান হাবিব নাসিম (৩৫১ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক (২ জন), আনিসুর রহমান মিলন (৩৪০ ভোট) রওনক হাসান (২৩৮ ভোট)। সাংগঠনিক সম্পাদক-লুৎফর রহমান জর্জ। প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রবন্তী কর। অর্থ সম্পাদক-তানিয়া আহমেদ, দপ্তর সম্পাদক-শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক-বন্যা মির্জা। আইন ও কল্যাণ সম্পাদক-শামীমা ইসলাম তুষ্টি। তথ্য ও প্রযুক্তি সম্পাদক-ওমর আয়াজ অনি। কার্য নির্বাহী পরিষদের সদস্য (৭ জন) আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মন্ডল, সুজাত শিমুল, সেলিম মাহবুব, সনি রহমান ও মুকুল মিরাজ (যৌথভাবে)।

আরেক প্রশ্নের জবাবে সাচ্চু জানান, ‘বেলাশেষে’ নামে একটা প্রতিষ্ঠান হয়েছে। যেখানে বয়স্ক অভিনেতা অভিনেত্রীরা থাকবেন। কারণ শিল্পীরা একটু পাগলামি করেন, একটু খেয়ালী হোন। শেষ বয়সে তাদের অনেক কষ্ট হয়। তাদের যেন কেউ দুস্থ শিল্পী না বলতে পারেন। বেলাশেষে তারা আনন্দে থাকবেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago