ঢাকা মেডিকেলে ছাদের প্লাস্টার ধসে নারী আহত

ছাদ থেকে খসে পড়া প্লাস্টারে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীর চিকিৎসা করাতে আসা এক নারী। ছবি: সংগৃহীত

স্বামীর চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। এখন মাথায় গুরুতর আঘাত নিয়ে ওই হাসপাতালেই তাকে চিকিৎসা নিতে হচ্ছে।

আজ দুপুরে হাসপাতালের ছাদের প্লাস্টার মাথায় খসে পড়ে রুচিয়া বেগম (৫৫) আহত হয়েছেন। হাসপাতালের ডেপুটি ডিরেকটর খাজা আবদুল গোফুর দ্য ডেইলি স্টারকে জানান, তাকে নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, “ছাদ মেরামতের জন্য আমরা ইতোমধ্যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে বলেছি।”

সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাথরুমে যাওয়ার সময় রুচিয়া বেগমের মাথায় ছাদের একটি অংশ খসে পড়ে। তার স্বামী গোলাপ রহমান ২৮ জানুয়ারি থেকে হাসপাতালের ৩০৩ নম্বর কক্ষে ভর্তি আছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

48m ago