হরতাল সমর্থকদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস, আটক ৮

জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে আজ আধা বেলা হরতাল চলাকালে পুলিশ শাহবাগ এলাকায় হরতাল সমর্থকদের ওপর কমপক্ষে ৪০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়াও, আটক করে অন্তত আটজনকে।
hartal
হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আজ রাজধানীর শাহবাগের মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে, ছবি: প্রবীর দাশ

জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে আজ আধা বেলা হরতাল চলাকালে পুলিশ শাহবাগ এলাকায় হরতাল সমর্থকদের ওপর কমপক্ষে ৪০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়াও, আটক করে অন্তত আটজনকে।

বামপন্থি রাজনৈতিক দল – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গণসংহতি আন্দোলন ও গণতান্ত্রিক বাম মোর্চা আজ ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকে।

হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় তারা সেই এলাকা পার হতে যাওয়া বিভিন্ন প্রাইভেট কারের গায়ে ‘হরতাল’ লিখে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসাইন সরদার দ্য ডেইলি স্টারকে জানান যে কোন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য সেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, “সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে আরও চাপের মধ্যে ফেলেছে।”

এদিকে, বিএনপি এবং তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতালের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি গ্যাসের দাম দুই দফায় শতকরা ২২ ভাগ বৃদ্ধির ঘোষণা দেয়।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago