অ্যান্টার্কটিকায় রেকর্ড তাপমাত্রা

তীব্র শীতের জন্য খ্যাত দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে চলছে রেকর্ড তাপমাত্রা।
antarctic
অ্যান্টার্কটিকা মহাদেশে চলছে রেকর্ড তাপমাত্রা। রয়টার্স ফাইল ফটো

তীব্র শীতের জন্য খ্যাত দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে চলছে রেকর্ড তাপমাত্রা।

জাতিসংঘের আবহাওয়া বিভাগ গতকাল জানায়, অ্যান্টার্কটিক উপদ্বীপে অবস্থিত আর্জেন্টিনার একটি গবেষণা কেন্দ্র দক্ষিণমেরুতে তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

ওয়ার্ল্ড মেটেরোলোজিক্যাল অর্গানাইজেশন (ওএমও) জানায়, অ্যান্টার্কটিকার চারপাশ পর্যালোচনা করে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়ণের ধারাটিকে নির্ধারণ করতে সাহায্য করবে।

ওএমও সমর্থিত ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রামের মেরু অঞ্চল বিশেষজ্ঞ মাইকেল স্পেরো বলেন, “পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার হিসেবটা জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি পরিস্কার ধারণা দেবে।”

সারা বিশ্বের মিঠা পানির শতকরা ৯০ ভাগ জমা রয়েছে অ্যান্টার্কটিকায়। এ মহাদেশের বরফ গলে গেলে সাগরের উচ্চতা এখনকার উচ্চতা থেকে ২০০ ফুট (৬০ মিটার) বেড়ে যাবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ১৯৮০ সালের ২৮ ডিসেম্বর সাগর থেকে ৮,২০২ ফুট (২,৫০০ মিটার) উঁচু অ্যান্টার্কটিক মালভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস।

১৯৮৩ সালের ২১ জুলাই মধ্য অ্যান্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

How the US Supreme Court brought America closer to becoming an autocracy

The US Supreme Court has ruled that presidents are immune from prosecution for "official" actions that are within the powers afforded to them under the US constitution

1h ago