প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা

বাংলাদেশ ও ভারতের নয়টি নাট্যদলের নাটক নিয়ে ১০ মার্চ ঢাকায় শুরু হতে যাচ্ছে নয়দিনব্যাপী ‘প্রাঙ্গণেমোর দুই বাংলারে নাট্যমেলা’।
BRAIN
সংসৃতির ‘ব্রেন’ নাটকটি ১০ মার্চ মঞ্চস্থ হবে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের নয়টি নাট্যদলের নাটক নিয়ে ১০ মার্চ ঢাকায় শুরু হতে যাচ্ছে নয়দিনব্যাপী ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোরের আয়োজনে এই নাট্যমেলায় অংশ নিবে কলকাতার সংসৃতি, নিভা আর্টস, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র ও নতুন দিল্লির গ্রীণরুম থিয়েটার।

নাট্যমেলায় আরও অংশ নিবে ঢাকার নাট্যদল নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট, সুবচন নাট্য সংসদ ও আয়োজক প্রাঙ্গণেমোর।

এছাড়াও, মেলার শেষদিন ১৮ মার্চ দেওয়া হবে ‘প্রাঙ্গণেমোর যুবরাজ সেরা নাটক পদক ২০১৬’।

অভিনেত্রী ও প্রাঙ্গণেমোর নাট্যমেলার আহ্বায়ক নূনা আফরোজ দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “উৎসবের প্রস্তুতি প্রায় শেষের দিকে। অতিথিরা যেন উৎসবটি ভালোভাবে উপভোগ করতে পারেন সেইদিকে লক্ষ্য রেখে অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করে যাচ্ছি।”

২০০৭ সালে শুরু হওয়া এই দ্বিবার্ষিক নাট্যমেলার পরিসর গতবারের চেয়ে এবার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “নাটকের দলের সংখ্যা এবার বেশি। আয়োজনটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একটি বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করবো।”

মেলা আয়োজনে বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়ে তিনি বলেন, “মানুষের মনন তৈরি করার প্রক্রিয়াটি দীর্ঘ ও কষ্টসাধ্য। তাই শত ঝামেলার ভেতর দিয়েই আমরা নাট্যকর্মীরা কাজ করে যাই। কোন রকম অর্থের বিনিময় ছাড়া ৪০ থেকে ৫০জন নাট্যকর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উৎসবটিকে সফল করার জন্য। এটা তাঁদের আন্তরিক ইচ্ছার ফলেই সম্ভব হচ্ছে।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ১০ মার্চ সন্ধ্যা ৬টায় নাট্যমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 

নাট্যসূচি:

১০ মার্চ: নাটক: ব্রেন; নির্দেশক: দেবেশ চট্টোপাধ্যায়; নাট্যদল: সংসৃতি (কলকাতা)

১১ মার্চ: নাটক: আমি ও রবীন্দ্রনাথ; নির্দেশক: নূনা আফরোজ; নাট্যদল: প্রাঙ্গণেমোর (ঢাকা)

১২ মার্চ: নাটক: অসুখ; নির্দেশক: অঞ্জন কাঞ্জিলাল; নাট্যদল: গ্রীণরুম থিয়েটার (নতুন দিল্লি)

১৩ মার্চ: নাটক: গহর বাদশা ও বানেছা পরী; নির্দেশক: হৃদি হক; নাট্যদল: নাগরিক নাট্যাঙ্গন (ঢাকা)

১৪ মার্চ: নাটক: কঞ্জুস; নির্দেশক: লিয়াকত আলী লাকী; নাট্যদল: লোক নাট্যদল (ঢাকা)

১৫ মার্চ: নাটক: ওরা আট জন; নির্দেশক: চন্দন সেন; নাট্যদল: নিভা আর্টস (কলকাতা)

১৬ মার্চ: নাটক: মর্ষকাম; নির্দেশক: রোকেয়া রফিক বেবী; নাট্যদল: থিয়েটার আর্ট ইউনিট (ঢাকা)

১৭ মার্চ: নাটক: প্রণয় যমুনা; নির্দেশক: সুদীপ চক্রবর্তী; নাট্যদল: সুবচন নাট্য সংসদ (ঢাকা)

১৮ মার্চ: নূরলদীনের সারাজীবন; নির্দেশক: কিশোর সেনগুপ্ত; নাট্যদল: কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র (কলকাতা)

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago