‘প্রেমের কিন্তু বাণিজ্যও আছে’
হিমেল আশরাফের পরিচালনায় প্রথম ছবি ‘সুলতানা বিবিয়ানা’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির এমনটিই জানিয়েছেন পরিচালক।
আগামী ২৪ মার্চ ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।
পরিচালক আশরাফ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার সিনেমাটা নিটোল প্রেমের পরিপূর্ণ একটি গল্প। গল্পে কোথাও ছাড় দেয়া হয়নি। গল্পকে কেন্দ্র করে বাণিজ্যের বিষয়টাও রয়েছে কাহিনীর প্রতিটি ধাপে। দর্শকদের এতোটুকুও বিরক্ত লাগবেনা বলতে পারি। অনেক দিন দর্শকেরা মনে রাখবেন ছবিটির গল্প।”
ছবিটি প্রদর্শনের বিষয়ে পরিচালক জানান, “আমরা ছবিটি সারা দেশে ১০০টা বড় হলে মুক্তি দেয়ার ইচ্ছা রাখি।”
‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী ও আঁচল।
বাপ্পী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি তৈরি হয়েছে। অনেক আশাবাদী আমি সিনেমাটি নিয়ে। দারুন নিটোল প্রেমের গল্প রয়েছে ছবিটিতে। নতুন এক বাপ্পীকে দেখতে পাবেন সবাই।”
ইতোমধ্যে, ছবিটিতে হাবিব ওয়াহিদ আর ন্যান্সির গাওয়া ‘তুমি আমার’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন এবং প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।
Comments