আরও কিছুদিন সময় লাগবে: ববি
প্রযোজক ববির প্রথম সিনেমা ‘বিজলী’র পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। পুরোপুরি প্রস্তুত হতে আরও বেশ কিছুদিন লাগবে। তারপর, তিনি প্রস্তুতি নিবেন সিনেমাটির সেন্সর ও মুক্তির জন্য।
ছবিতে সুপার হিরোইন হিসেবে পর্দায় দেখা যাবে স্মার্ট নায়িকা ববিকে। মানুষের সবকিছু সুন্দর করার জন্য তাঁর এই সুপার হিরোইন ইমেজ ব্যবহার করা হয়েছে ছবিটিতে।
বাংলাদেশে ও ভারতসহ ইউরোপের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে ছবিটির। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার রণবীর ও শতাব্দী রায়। আরও আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাহিদ হাসান প্রমুখ।
নির্মাণাধীন চলচ্চিত্রটির বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে ববি বলেন, “ভালো গল্প আর নিমার্ণের একটি ছবি ‘বিজলী’। দর্শকদের বিরক্তি লাগবেনা এটা বলতে পারি। নতুন ধরণের কিছু দেখতে পাবেন এই বিশ্বাস রাখতে পারেন। এখন পোস্ট প্রেডাকশনের কাজ চলছে।”
তিনি আরও বলেন, “যারা বলছেন ছবিটি সেন্সর বোর্ডে যাচ্ছে তার ভুল বলছেন।”
এর পাশাপাশি ববি ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বলেও জানান।
Comments