স্কুলে ফিরলেন সানি লিওন

sunny
অভিনেত্রী সানি লিওন

পেশাগত কারণে বলিউড অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী সানি লিওনের সঙ্গে থাকতো বড় বড় সুটকেস, এখন তাঁর সঙ্গে কেবলই স্কুলব্যাগ। পেশাগত জীবনের বিভিন্ন ‘কমিটমেন্টের’ বদলে এখন রয়েছে ‘ক্লাস রুটিন’।

সানি সম্প্রতি ভর্তি হয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি নামকরা ইন্সটিটিউটে। এখানে তিনি শিখবেন চিত্রনাট্য লেখা ও সম্পাদনার কাজ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আবারো স্কুলে ফিরে আসতে পেরে আমি সত্যিই খুব উদ্দীপ্ত। এখানে নতুন কিছু শিখবো।”

তিনি আরও বলেন, এমন একটি কোর্সে ভর্তি হওয়ার বিষয়টি তাঁর মাথায় অনেকদিন থেকেই ছিল। তবে সময়ের অভাবে তা করা হয়নি।

এছাড়াও, সিনেমার বিভিন্ন কারিগরি দিক নিয়েও পড়াশোনা করতে চান তিনি।

সানিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘রইস’-এর ‘লায়লা ম্যায় লায়লা’ গানটিতে। এখন তাঁর পুরো মনোযোগ ক্লাসরুমে।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments