ডিসকভার বাংলাদেশ: খৈয়াছড়া জলপ্রপাত

খৈয়াছড়া জলপ্রপাতের নামটি কি আপনার পরিচিত?

সম্ভবত এই অপরূপ সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্রটি অনেকের কাছেই অজানা। দেশে ‘জলপ্রপাতের রানি’-হিসেবে খ্যাত জলধারাটি দেখতে পাবেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়্যাছড়া গ্রামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কাছেই এর অবস্থান।

ঢাকা থেকে বাসে চড়ে সেই জায়গায় যেতে আপনার খরচ পড়বে মাত্র ৪৮০ টাকা। চট্টগ্রাম থেকে যেতে খরচ পড়বে ১০০ টাকার মতো।

আপনাকে নামতে হবে বড়তাকিয়া বাজার এলাকায়। এখান থেকে জলপ্রপাতটি চার কিলোমিটার দূরে। এরপর, সিএনজি-তে চড়ে দেড় কিলোমিটার যাওয়ার পর খানিকটা পায়ে হাঁটা পথ।

২০১০ সালে সরকার এই জলপ্রপাতটি কুণ্ডেরহাট জাতীয় উদ্যানের সঙ্গে যোগ করে দেয়। এরপর থেকে এটি উদ্যানের একটি অংশ।

এখানে যাওয়ার সময় আপনাকে পার হতে হবে সর্পিল মেঠোপথ। কখনো কখনো বিপদসংকুল পথেও হাঁটতে হবে আপনাকে। তাই প্রতিদিনকার ব্যবহৃত জুতার পরিবর্তে পায়ে দিন ট্রেকিং সু।

সঙ্গে আরও রাখুন:

খাবার পানি, হাল্কা খাবার, এক সেট জামা, পলিথিন, ট্রেকিং স্টিক, দড়ি, ছোট ছুরি আর কিছু প্রয়োজনীয় জিনিস।

তবে তার আগে দেখে নিন স্টার লাইভের ভিডিওটি।

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago