বিজেপি নেতার ফতোয়া

মমতার মাথার দাম ১১ লাখ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথার দাম ঘোষণা করে ভারত জুড়ে তোলপাড় তুলে দিয়েছেন বিজেপির একজন যুব নেতা। উত্তর প্রদেশের আলিগড়ের ওই যুব নেতার নাম যোগেশ ভাসার্নে।

ভারতের একটি সংবাদ সংস্থাকে মমতা ব্যানার্জিকে কতল করতে পারলে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানান ওই যুব নেতা। তিনি বলেন, মমতার আচরণ মানুষের কল্যাণ বিরোধী। এই ধরনের মানুষের পৃথিবীতে থাকার কোনও অধিকার নেই। তাই আমি ঘোষণা করেছি, যে ব্যক্তি মমতার মাথা এনে দিতে পারবেন, তাকে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

বুধবার সকাল থেকে এই খবর প্রচার হতেই ভারত জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়। আঁচ গিয়ে পড়ে রাজ্যসভার অধিবেশনেও। তৃণমূল সাংসদরা ফতোয়া দেওয়া ওই যুব বিজেপি নেতার অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি তোলেন। তৃণমূল সাংসদ শুখেন্দু শেখর রাজ্যসভায় বিজেপি সরকারের কড়া নিন্দা করে বলেন, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এইভাবে বিজেপির নেতারা খুনের হুমকি দেন এটা সংবিধান পরিপন্থী।

রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ জয়া বচ্চন এবং মায়াবতীও নিন্দায় সরব হয়েছেন। যদিও বিজেপির মুখপাত্র মুকতার আহমেদ নাকভি বলেছেন, বিজেপির যুব নেতা যোগেশের কথা সমর্থন করেনি দল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলকাতার সাংবাদিকদের বলেন, বিজেপির মতো সাম্প্রদায়িক দলের কাছে এই ধরনের হুমকি খুবই স্বাভাবিক। ওই দলের শীর্ষ নেতারা অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করেন।

পার্থ চট্টোপাধ্যায় শুধু যোগেশ ভাসার্নেকেই নয় বরং বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও গ্রেফতারের দাবি জানান।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Rampal fouling 2 Sundarbans rivers

The Rampal power plant began operation in late 2022 without an effluent treatment plant and has since been discharging untreated waste into the Pasur and Maidara rivers next to the Sundarbans.

4h ago