সময় বাড়ানোর দাবিতে হাজী নিবন্ধন বন্ধ করে দিয়েছে হাব
২০১৭ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময় বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনাকারীদের সংগঠন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
হাবের সভাপতি ইবরাহিম বাহার দ্য ডেইলি স্টারকে বলেছেন, “নিবন্ধন প্রক্রিয়ার জন্য আরও সময় চেয়েছি আমরা।”
হাজী নিবন্ধন প্রক্রিয়ায় ‘অনিয়ম বন্ধে’ সরকারের কাছে দাবি উত্থাপন করার কথাও জানিয়েছেন তিনি।
গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হাজী রেজিস্ট্রেশনের শেষ সময় আজ (সোমবার) বিকাল ৫টা।
এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ পাবেন। এই লক্ষ্য পূরণে এক হাজার ১১৮ টি বেসরকারি হজ এজেন্সি কাজ করছে।
Comments