মাথা কামালেন সনু নিগাম

নিজের টুইটারে আজান ও ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে নিজের মাথা কামিয়ে ফেললেন বলিউডের প্লেব্যাক শিল্পী সনু নিগম।

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সনু নিগমের মন্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল। এরইমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরি ঘোষণা করে বসেন, কেউ যদি সনু নিগমের মাথা কমিয়ে এবং তাঁকে পুরোনো জুতার মালা পরিয়ে সারা ভারত ঘুরাতে পারে তাহলে সেই ব্যক্তিকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

এই ঘোষণাকে চ্যালেঞ্জ হিসাবে নেন সনু নিগম। তিনি তাঁর টুইটারে গতকাল লিখেন, “আজ দুপুর ২টায় আলিম আমার বাসায় আসবে এবং আমার মাথা কামিয়ে দেবে। আপনার ১০ লাখ টাকা তৈরি রাখবেন মৌলভী।”

অপর একটি টুইটে তিনি দুপুর ২টায় সাংবাদিকদের আমন্ত্রণও জানান।

এরপর সনু নিগমের মাথা কামানো ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের অনেকে মন্তব্য করেন, “সনু তাঁর কথা রেখেছেন, এবার ফতোয়া দেওয়া মাওলানা সাহেবের উচিত নাপিতকে ১০ লাখ রুপি দিয়ে দেওয়া।”

তবে আতিফ আলি আল কাদরি বলেছেন, “সনু যেহেতু সব শর্ত পূরণ করেননি তাই টাকাটা দেওয়া হচ্ছে না। আমার দেওয়া তিনটি শর্তের মধ্যে দুটিই অপূর্ণ রয়ে গেছে।”

Comments