চাঁপাইনবাবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে গুলির শব্দ

Chapainawabganj
আজ সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। ছবি: স্টার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় একটি সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে গুলির শব্দ শোনা গেছে।

গোমাস্তাপুর সার্কেলের পুলিশ সুপার মইনুল ইসলাম বলেন, “পুলিশকে লক্ষ্য করে বাড়িটি থেকে একটি গুলি ছোড়া হয়। তবে এতে কেউ আহত হননি।”

তিনি আরও জানান যে, বাড়িটির ভেতরে ‘জঙ্গি’ আবু (৩০), তার স্ত্রী এবং তাদের দুই সন্তান থাকতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, গত তিন মাস আগে বাড়ির মালিক সাইদুর রহমান (৭৫) কোন ভাড়া ছাড়াই আবুকে তাঁর বাড়িতে থাকতে দেন।

এদিকে, আবুর মা ফুলনেসা বেগম বলেন, তাঁর ছেলের আসল নাম রফিকুল ইসলাম। সে মাদ্রাসায় পড়ালেখা করেছে। নয় বছর আগে সুমাইয়া বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের দুই মেয়ে নুরি (৮) এবং মজিদা (৬)।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

4h ago