৯,০০০ সিনেমা হলে ‘বাহুবলি টু’

Bahubali Two
২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে “বাহুবলি টু: দ্য কনক্লুশন”। ছবি: সংগৃহীত

কাটাপ্পা বাহুবলিকে কেন মারল? - সেই প্রশ্নের উত্তর পাওয়ার সময় এসে গেছে। আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাবে “বাহুবলি টু: দ্য কনক্লুশন”। ভারতের সাড়ে ছয় হাজার সিনেমা হলে এবং এর বাইরে আরও আড়াই হাজার হলে, অর্থাৎ সর্বমোট নয় হাজার হলে মুক্তি পাচ্ছে বাহুবলির দ্বিতীয় পর্বটি।

আমেরিকায় তেলেগু, তামিল এবং হিন্দি ভাষায় প্রায় ১,১০০ হলে এবং কানাডাতে ১৫০টিরও বেশি হলে মুক্তি পাচ্ছে “বাহুবলি টু”। এছাড়াও, অন্যান্য দেশে ১,২৫০ হলে দর্শকরা দেখতে পাবেন বাহুবলির নতুন কিস্তি।

আমেরিকাতে সিনেমাটির টিকিট বিক্রি এরই মধ্যে ৩০ লক্ষ ডলার ছাড়িয়েছে। ঘণ্টায় গড়ে বিক্রি হচ্ছে প্রায় ১ লক্ষ ডলারের টিকিট। এর মাধ্যমে আমেরিকার বাজারে এটি মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার তকমা পেয়ে গেছে।

আরও পড়ুনঃ ‘বাহুবলি টু’ নিয়ে দর্শকদের উন্মাদনা​

ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে প্রতিদিন চারটির জায়গায় পাঁচটি করে প্রদর্শনীর যে অনুমতি চেয়েছিলেন “বাহুবলি টু”-এর প্রযোজকরা তাও পেয়ে গেছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

প্রভাষ, রানা, আনুষ্কা, তামান্না অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তা পুঁজি করতে শুরু করেছেন হল মালিকেরাও। টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন হলে। যেসব হলে টিকিটের দাম ১০০ ও ২০০ রুপি সেখানে ৪০০ ও ৬০০ রুপি পর্যন্ত টিকিটের দাম ধরা হচ্ছে। কোন কোন হলে এর দাম ৯০০ রুপি পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু টিকিটের চাহিদা তাতে কমেনি বিন্দুমাত্রও।

সারা ভারতে “বাহুবলি টু”-এর সঙ্গে প্রতিযোগিতা করে কোন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেননি কেউই। এর ব্যতিক্রম হয়েছে কেবল কলকাতায়। একই দিন, অর্থাৎ ২৮ এপ্রিল ভারতে যে দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাবে তা হল অরিন্দম শীল পরিচালিত “দূর্গা সহায়”।

“বাহুবলি টু” তৃতীয় ভারতীয় সিনেমা হিসাবে মুক্তি পাচ্ছে আইম্যাক্স ফরমেটে। এর সঙ্গে প্রয়োজনীয় অন্য ফরমেট তো থাকছেই।এর আগে শুধু “ধুম থ্রি” এবং “ব্যাং ব্যাং” আইম্যাক্স ফরমেটে মুক্তি পেয়েছিল।

Comments

The Daily Star  | English

Bangladesh tops Asia’s bad loan charts

Bangladesh now has the highest non-performing loan (NPL) ratio in Asia, with defaults surging to 20.2 percent of total loans in 2024, according to a new Asian Development Bank report.

2h ago