বাপ্পী-পরীমণি, কে কার আপন মানুষ?

Bappi-Pori
বাপ্পী ও পরীমণি। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার দুই দর্শকপ্রিয় অভিনয়শিল্পী বাপ্পী এবং পরীমণি কে আর আপন মানুষ? এর খোঁজ একদিনেই পেয়ে গেছেন দর্শকরা। তাঁদের দুজনের অভিনীত “আপন মানুষ” মুক্তি পায় শুক্রবার।

ছবিটির কয়েকটি গান ইতোমধ্যে শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। ইউটিউবে “সূর্য কি হয় কিরণ ছাড়া” গানটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।

শাহ আলম মণ্ডল পরিচালিত “আপন মানুষ” সিনেমাটি সামাজিক রোমান্টিক অ্যাকশন ধরণের। এই নির্মাতার “ভালোবাসা সীমাহীন” সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিলো পরীমণির। এই জুটির দ্বিতীয় ছবি “আপন মানুষ”-এ আরও অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, রেহানা জলি, রেবেকা প্রমুখ।

বাপ্পী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একেবারে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছি। সিনেমার নাম ‘আপন মানুষ’ কিন্তু এটি সেই অর্থে কিন্তু প্রেমের ছবি না। দর্শকরা দারুণভাবে গ্রহণ করছেন ছবিটি।”

“গতকাল থেকে এখন পর্যন্ত সিনেমা হলের রিপোর্ট ভালো। এমন চলতে থাকলে ভালো কিছু হবে আশা করছি।”

পরীমণি দ্য ডেইল স্টার অনলাইনকে বলেন, “কে আমার আপন মানুষ সেটা দর্শকরা হলে গিয়ে জানতে পারবেন। গতকাল থেকে দর্শকদের অনেক সাড়া পাচ্ছি। গতকাল অনেক হলে হাউজফুল গেছে সিনেমাটি। এই সময়ে সিনেমাটি ব্যবসা করছে জেনে ভালো লাগছে।”

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

27m ago