চাঁদপুরে ইলিশের চেয়ে বেশি ধরা পড়ছে ছোট মাছ

নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার পদ্মা-মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। কিন্তু নদীতে ইলিশের চেয়ে জেলেদের জালে ধরা পড়ছে পাঙ্গাশের পোনা, পোয়া, তাপসিসহ দেশীয় ছোট মাছ। এসব মাছ নদীর পাড়েই বিক্রি হয়ে যাচ্ছে।
স্টার ফাইল ছবি

নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার পদ্মা-মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। কিন্তু নদীতে ইলিশের চেয়ে জেলেদের জালে ধরা পড়ছে পাঙ্গাশের পোনা, পোয়া, তাপসিসহ দেশীয় ছোট মাছ। এসব মাছ নদীর পাড়েই বিক্রি হয়ে যাচ্ছে।

সরেজমিন আজ বিকেলে সদর উপজেলার আনন্দ বাজার ও শহরের বড় স্টেশন মাছঘাট এলাকা ঘুরে দেখা যায় জেলেরা দল বেঁধে ইলিশ শিকারে নামছেন। আবার কেউ কেউ ইলিশ নিয়ে আড়তে বা বাজারে যাচ্ছেন। জেলে ও মাছ বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এই দুটি বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ বিক্রি হয়েছে অন্তত ২০০ মন।

সদর উপজেলার আনন্দ বাজারের জেলে আবু ছৈয়াল বলেন, প্রথমদিন যে ইলিশ ধরা পড়েছে সেগুলো আকারে ৭০০ গ্রাম থেকে এক কেজি ওজনের। মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, দুই মাস জেলেরা নদীতে না নামায় ইলিশের সাথে অন্যান্য মাছ পাচ্ছেন বেশি। তবে এখনও ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। সামনে হয়তো ইলিশ বেশি পাওয়া যেতে পারে। চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী আব্দুল খালেক জানান, প্রথম দিনে আসা মাঝারি সাইজের ইলিশের মুল্য এক হাজার ৪০০ টাকায় এবং এক কেজির উপরের ওজনের ইলিশ এক হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড আনিছুর রহমান বলেন, এ বছর জাটকা রক্ষা কর্মসূচী অন্যান্য বছরের চেয়ে অনেকটাই সফল হয়েছে। প্রথম দিন তেমন একটা ইলিশ জেলেদের জালে ধরা না পড়লেও সামনে নদীর পানি বাড়ার সাথে সাথে বেশি ইলিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Thousands suffer as flood persists in Sylhet; over 16,000 in shelters

While the flood situation in Sylhet had improved recently, incessant rain since Monday has caused flooding to recur, submerging the majority of the areas that had previously receded

9m ago