বাবা-মেয়ের ‘আত্মহত্যা’: গাজীপুরে এক আসামী গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে আট বছরের মেয়ে নিয়ে বাবাকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় আজ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা ওই মামলায় শহীদ সাত আসামীর একজন।
আজ ভোর ৫টার দিকে কাপাসিয়ায় মামার বাড়ি থেকে শহীদকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় থানার উপ-পরিদর্শক কায়সার আহমেদ এই তথ্য জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, প্রশাসনের কাছে মেয়েকে উত্যক্তের প্রতিকার না পেয়ে হতাশ হয়ে গত ২৯ এপ্রিল শ্রীপুর স্টেশনের কাছে পালিত মেয়ে আয়েশাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হজরত আলী (৫৫)।
এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আলীর স্ত্রী হালিমা বেগম সাত জনকে আসামী করে মামলা করেন।
এর আগে আবুল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় যুক্ত সন্দেহে তাকেই মূল আসামী করা হয়েছে। এখন দুই দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন তিনি।
Comments